জীবনের এক ভিন্ন গল্পের অধিকারী তিনি। পঙ্গুত্ব হার মেনেছে যার কাছে।
সবকিছু থেকেও কিছুই নেই যার!তার একটা ঘর। একটাই বসবাসের কক্ষ। একটাই বেঁচে থাকার একমাত্র দোকান। এই ছোট্ট ব্যবসাকেন্দ্র থেকে প্রতিদিন যা আয়-রোজগার হয় তা দিয়েই কোনোমতে চলেন তিনি। জীবনের স্বাভাবিক গতি থেকে পিছিয়ে পড়া এই পঙ্গু মানুষটির নাম মাহমুদুর রহমান জগলু। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাক্ষ্মণবাজার ইউনিয়নের কুনাগাঁও গ্রামে বাস করেন।
বাংলাদেশ সময়: ১৭৪0 এএম ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
বিবিবি/জেএম