ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

একাত্তর

টিএসসিতে প্রথম প্রহরে বিজয় উদযাপন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
টিএসসিতে প্রথম প্রহরে বিজয় উদযাপন ঢাবিতে ফানুস উড়িয়ে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিজয় দিবসের প্রথম প্রহরে ফানুস ওড়ানোর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

শনিবার (১৫ ডিসেম্বর) টিএসসিতে প্রথম প্রহরে ফানুস উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদলয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী, সহকারী প্রক্টর মো. আবদুর রহিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন। বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল রঙে।  

বিভিন্ন হলেও বিজয়ের প্রথম প্রহরে শিক্ষার্থীরা বিজয় দিবস উদযাপন করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।