ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শেয়ারবাজার

রাজধানীতে আইওএসকোর দুই দিনব্যাপী সভা শুরু বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
রাজধানীতে আইওএসকোর দুই দিনব্যাপী সভা শুরু বুধবার

ঢাকা: রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন্সের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) দুই দিনব্যাপী সভা। ঢাকার হোটেল শেরাটনে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি (বুধ-বৃহস্পতিবার) এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইওএসকোর এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির সভা উপলক্ষে সোমবার (২০ ফেব্রুয়ারি) বিএসইসি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। বেলা ১১টায় বিএসইসির কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।