ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শেয়ারবাজার

শওকত আলীর মৃত্যুতে ডিএসইর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ২৯, ২০২৩
শওকত আলীর মৃত্যুতে ডিএসইর শোক

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদের পিতা অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার সোমবার (২৯ মে) সকাল ৭টার দিকে পশ্চিম আগারগাঁও নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর।

শওকত আলী হাওলাদার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

তার মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজ বাদ জোহর পশ্চিম আগারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে (৬০ ফিট) মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে রায়ের বাজার কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসএমএকে/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।