ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মূলধনী মুনাফার ওপর কর হার কমলো

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
মূলধনী মুনাফার ওপর কর হার কমলো

ঢাকা: পুঁজিবাজারে কোম্পানির শেয়ার বিক্রি হতে অর্জিত মূলধনী মুনাফার ওপর করের হার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূলধনী মুনাফার ওপর সর্বোচ্চ করহার ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

এতে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার লেনদেন হতে ৫০ লাখ টাকার অধিক অর্জিত মূলধনী মুনাফার ওপর করের হার ১৫ শতাংশ নির্ধারণ করেছে এনবিআর।

পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) হতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, বিদ্যমান আইনে শেয়ার কেনার ৫ বছরের মধ্যে উক্ত শেয়ার চলতি বছরের ১ জুলাই হতে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালে বিক্রয় করে মূলধনী আয় অর্জন করলে তার ওপর সাধারণ হারে কর আরোপ করা হয়। বর্তমানে আইন অনুসারে ৫০ লাখ টাকার বেশি মূলধনী আয়ের ওপর সর্বোচ্চ করের হার হলো ৩০ শতাংশ। তবে সম্পদশালী করদাতাদের প্রদেয় করের ওপর বিদ্যমান আইনে সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে সারচার্জ প্রদান করতে হয়। এতে শেয়ার বাজার হতে অর্জিত মূলধনী মুনাফার ওপর বিদ্যমান আইন অনুসারে আয়কর ও সারচার্জ বাবদ মোট ৪০ দশমিক ৫০ শতাংশ হারে কর প্রদেয় হয়।

আজ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার অর্জন পরবর্তী লেনদেনের সময়কাল নির্বিশেষে অর্থাৎ শেয়ার কেনার ৫ বছরের মধ্যে অথবা ৫ বছরের পর সব ক্ষেত্রে শেয়ার বিক্রি হতে অর্জিত মূলধনী আয়ের ওপর করের হার ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে ১ জুলাই ২০২৪ হতে ৩০ জন ২০২৫ সময়কালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সব শেয়ার লেনদেন হতে ৫০ লাখ টাকার অধিক অর্জিত মূলধনি আয়ের পরিমাণ নির্বিশেষে ১৫ শতাংশ কর এবং করদাতার নিট সম্পদের পরিমাণ ৪ কোটি টাকার অধিক, ১০ কোটি টাকার অধিক, ২০ কোটি টাকার অধিক এবং ৫০ কোটি টাকার বেশি হলে প্রদেয় করের ওপর যথাক্রমে ১০ শতাংশ, ২০ শতাংশ, ৩০ শতাংশ এবং ৩৫ শতাংশ হারে সারচার্জ প্রদান করতে হবে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, একজন করদাতার ৫০ কোটি টাকার বেশি নিট সম্পদ থাকলে শেয়ার বাজার হতে অর্জিত ৫০ লাখ টাকার অতিরিক্ত আয়ের ওপর তাকে ১৫ শতাংশ হারে কর এবং প্রদেয় কর ১৫ শতাংশ এর ওপর ৩৫ শতাংশ অর্থাৎ ৫ দশমিক ২৫ শতাংশ সারচার্জসহ কর প্রদান করতে হবে। তবে করদাতার নিট সম্পদের পরিমাণ ৫০ কোটি টাকার কম হলে সারচার্জের হার ৩৫ শতাংশের পরিবর্তে কম হারে (১০ শতাংশ /২০ শতাংশ /৩০ শতাংশ) হতে পারে। সেক্ষেত্রে আয়কর ও সারচার্জের মোট হার নিট সম্পদের ভিত্তিতে ২০ দশমিক ২৫ শতাংশ হতে আরও কম হবে।

স্বাভাবিক ব্যক্তি করদাতাসহ অন্যান্য সব করদাতার ০১ জুলাই ২০২৪ হতে ৩০ জুন ২০২৫ সময়কালে (করবর্ষ-২০২৫-২০২৬), স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হতে ৫০ লাখ টাকার অধিক অর্জিত মূলধনি মুনাফার ওপর প্রদেয় আয়কর ও সারচার্জ বাবদ সর্বোচ্চ করের হার ৪০ দশমিক ৫০ শতাংশ হতে কমিয়ে ২০ দশমিক ২৫ শতাংশ করায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী হবেন মর্মে জাতীয় রাজস্ব বোর্ড মনে করে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
জেডএ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।