ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

শেয়ারবাজার

ভারত সফরের জন্য নারী ক্রিকেট দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, মার্চ ২৭, ২০১৩

ঢাকা: ভারতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সালমা খাতুন, আয়েশা আক্তার, পান্না ঘোষ, লতা মন্ডল, ফারজানা হক পিঙ্কি, জাহানারা আলম, রুমানা আহমেদ, নুঝহাত তাসনিম, আয়েশা রহমান, সুলতানা ইয়াসমিন বৈশাখী, রীতু মনি, সোহেলী আক্তার, তাজিয়া আক্তার, শাহনাজ পারভিন ও ফাহিমা খাতুন যাচ্ছেন ভারত সফরে।



অতিরিক্ত তালিকায় রাখা হয়েছে সায়লা শারমিন, সাথীরা জাকির, সাবিকুন নাহার, লিলি রানী ও রিফাত আরা।

আগামী ৩১ মার্চ বরদা পৌঁছাবে বাংলাদেশ দল। সেখানে ২, ৪ ও ৫ এপ্রিল তিনটি টি-টোয়েন্টি খেলে আহমেদাবাদ যাবে ওয়ানডে সিরিজের জন্য। ৮, ১০ ও ১২ এপ্রিল সেখানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

এবারই প্রথম ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৩
এসএ/এফএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।