ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

প্রিমিয়ার সিমেন্ট ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
প্রিমিয়ার সিমেন্ট ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট কোম্পানি লিমিটেড বিদ্যমান ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হচ্ছে। মঙ্গলবার থেকে এ কোম্পানির শেয়ার ‘এ’ ক্যাটাগরিভুক্ত হয়ে লেনদেন হবে।


 
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
কোম্পানিটি ৩০ জুন ২০১৩ সমাপ্ত বছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ  দিয়েছে।
 
অর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির মোট মুনাফা হয়েছে ৪৯ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬০ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।