ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

এসিআই বন্ডের চতুর্থ কিস্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪
এসিআই বন্ডের চতুর্থ কিস্তি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভ্যান্সড কেমিকেল লিমিটেড কোম্পানির (এসিআই) ২০ শতাংশ রূপান্তরিত জিরো কুপন বন্ডের চতুর্থ বছর পূর্ণ হবে আগামী ৪ মার্চ।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


 
প্রসপেক্টাসে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে বন্ডের চতুর্থ কিস্তি ফেরত পাবেন বন্ডহোল্ডাররা। চাইলে বন্ডের ২০ ভাগ অর্থ এসিআইয়ের শেয়ারে রূপান্তর করতে পারবেন তারা।
 
বন্ডের চতুর্থ কিস্তির টাকা ফেরতের জন্য ১১ মার্চ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই তারিখ পর্যন্ত যাদের হাতে বন্ড থাকবে তারাই কিস্তির টাকা পাবেন।
 
কোনো বন্ডহোল্ডার বন্ডের অংশ শেয়ারে রূপান্তর করতে না চাইলে রেকর্ড তারিখের ৫ কর্মদিবসের মধ্যে তা জানাতে হবে।
 
বিস্তারিত জানতে বন্ডহোল্ডারদের এসিআইয়ের  বন্ড বিভাগ, ২৪৫, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ অথবা শেয়ার বিভাগ, এসিআই লিমিটেড, ৯ মতিঝিল, ঢাকা-১০০০ এ ঠিকানা যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
 
বন্ডকে শেয়ারে রূপান্তরের জন্য স্ট্রাইক রেট বা বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩৫ টাকা।
 
এসিআই বন্ডে ৫টি বন্ড নিয়ে একটি মার্কেট লট। প্রতি বছর একটি বন্ডের মেয়াদ পূর্ণ হলে তার অর্থ ফেরত দেওয়া হয়। আগামী ৪ মার্চ চতুর্থ বন্ডের মেয়াদ পূর্ণ হচ্ছে। এর পর আর একটি বন্ড  অবশিষ্ট থাকবে।
 
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।