ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বেপজার অনুমোদন ছাড়া তালিকাভুক্তি না করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪
বেপজার অনুমোদন ছাড়া তালিকাভুক্তি না করার আহ্বান

ঢাকা: রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত শিল্প প্রতিষ্ঠানগুলোকে অনাপত্তিপত্র ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
 
সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এক চিঠির মাধ্যমে এ অনুরোধ জানিয়েছে বেপজা।


 
বেপজার দাবি অনাপত্তিপত্র ছাড়া পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমতি দেওয়া হলে প্রতিষ্ঠানগুলো প্রকৃত তথ্য গোপন করার সুযোগ পাবে। ফলে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এ বিএসইসিকে এ অনুরোধ জানানো হয়েছে।
 
চিঠিতে উল্লেখ রয়েছে, ইপিজেডের কিছু শিল্প প্রতিষ্ঠান অনাপত্তিপত্র ছাড়াই আইপিও ছাড়করণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। আইপিও ছাড়করণের আগে বিষয়টি বেপজাকে জানানোর কথা থাকলেও প্রতিষ্ঠানগুলো দীর্ঘ দিন পর তা অবহিত করছে।
 
এছাড়া বেপজার প্রকল্প অনুমিতপত্রের শর্তানুযায়ী আটটি ইপিজেডে অবস্থিত শিল্প প্রতিষ্ঠানসমূহের শেয়ার হস্তান্তরের পূর্বে অনাপত্তিপত্র (এনওসি) নেওয়ার শর্ত রয়েছে। শর্ত অনুযায়ী ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানসমূহের শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত সংবলিত বোর্ড রেগুলেশনের (সকল পরিচালকের স্বাক্ষরযুক্ত) অনুলিপিসহ আবেদনপত্র বেপজায় দাখিল করার পর তা পরীক্ষ-নিরীক্ষা করা হয়।
 
এমনকি প্রতিষ্ঠানের বিগত সময়ের পারফরম্যান্স (বিনিয়োগ, কর্মসংস্থান, রফতানি, দায়দেনা ইত্যাদি) মূল্যায়ন সাপেক্ষে বেপজা কর্তৃক শেয়ারসংক্রান্ত অনাপত্তিপত্র জারি করা হয়। অনাপত্তিপত্রের আলোকে, কোম্পানি আপনার দফতরে আইপিও ছাড়করণ সংক্রান্ত প্রযোজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেপজাকে অবহিত করে থাকে।
 
কিন্তু সম্প্রতি ইপিজেডের কিছু শিল্প প্রতিষ্ঠান বেপজার অনাপত্তিপত্র ছাড়াই আপনার দফতরে শেয়ার হস্তান্তর বা আইপিও ছাড়করণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দীর্ঘ দিন পর বেপজাকে অবহিত করছে। এতে সার্বিক বিষয়ে নানাবিধ জটিলতার সৃষ্টি হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।