ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

অ্যালায়েন্স এসএন্ডপি ফান্ডের সাবস্ক্রিপশনের মেয়াদ বৃদ্ধি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৪
অ্যালায়েন্স এসএন্ডপি ফান্ডের সাবস্ক্রিপশনের মেয়াদ বৃদ্ধি

ঢাকা: অ্যালায়েন্স এসএন্ডপি শরীয়াহ ইনডেক্স ফান্ডের সাবস্ক্রিপশনের মেয়াদ ২০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

ওই দিন পর্যন্ত অভিহিত মূল্যে দেশের প্রথম ইসলামিক ইনডেক্স ফান্ডের ইউনিট ক্রয় করা যাবে।

এরপর থেকে নেট অ্যাসেট সংশ্লিষ্ট মূল্যে ক্রয় করতে হবে বলে জানা গেছে।

এই ফান্ডের শরীয়াহ ইনডেক্স ক্যালকুলেশন এবং মেইনটেইন করছে স্ট্যান্ডার্ড এন্ড পুওর’স ইনডিসেস।

অ্যালায়েন্স এসএন্ডপি শরীয়াহ্ ইনডেক্স ফান্ড একটি ওপেন এন্ডেড ফান্ড যা কোন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে না।
শুধুমাত্র অ্যাসেট ম্যানেজার এবং সারাদেশে এর সেলস এজেন্টদের মাধ্যমে এটি ক্রয়-বিক্রয় এবং হস্তান্তর করা যাবে।

কোন রকম ঝক্কি ঝামেলা ছাড়াই বিনিয়োগকারীরা যেন এই ফান্ডের ইউনিট ক্রয়-বিক্রয় করতে পারেন সে ব্যাপারে কাজ করবে এই সেলস সেন্টারগুলো।

ফান্ডটি হবে স্বচ্ছ ফলে বিনিয়োগকারীরা জানতে পারবেন কোথায় তাদের বিনিয়োগকৃত অর্থ লগ্নি করা হচ্ছে।

সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবে সকলেই এই ফান্ডকে গুরুত্ব দেবে বলে আশাবাদী এই ফান্ডের পৃষ্ঠপোষক ও সম্পদ ব্যবস্থাপক অ্যালায়েন্স ক্যাপিটাল।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।