ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সামাজিক মাধ্যমে সক্রিয় শেয়ার কারসাজি চক্র

শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৪
সামাজিক মাধ্যমে সক্রিয় শেয়ার কারসাজি চক্র

ঢাকা: বাজারে গুজব ছড়িয়ে পুঁজিবাজার থেকে টাকা হাতিয়ে নিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আবারও সক্রিয় হয়ে উঠেছে একাধিক কারসাজি চক্র। এর আগে ২০১০ সালে ফেসবুকে বিভিন্ন কোম্পানির নামে গুজব ছড়িয়ে এসব চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিল।


 
মূলত ফেসবুক, টুইটার, লিংকড ইন, গুগল প্লাস ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নামে শতাধিক পেজে সক্রিয় রয়েছে এসব গুজব চক্র। তবে ফেসবুকেই বেশি সক্রিয় তারা। অন্যগুলোতে ফেসবুকের বিভিন্ন পোস্ট শেয়ার দেওয়া থাকে।

ফেসবুকের পেজগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানি সম্পর্কে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়। আর এসব তথ্য বিনিয়োগকারীদের মাঝে পৌঁছে দিতে তাদের আমন্ত্রণ (ইনভাইট) করা হয়।
 
এসব পেজে ডিএসই বা সিএসইতে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির মিথ্যা তথ্য এমনকি কবে সূচক বাড়বে বা কমবে, কোন কোম্পানির মৌলভিত্তি দুর্বল, কোম্পানির শেয়ারপ্রতি আয় বৃদ্ধির আগাম খবর, কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন, রাইট শেয়ার, বোনাস শেয়ার, অভিহিত মূল্যের পরিবর্তন, ব্যবসার ধরন পরিবর্তন, ব্যবসা সম্প্রসারণ, কোম্পানিতে বিদেশি বিনিয়োগ  ইত্যাদি বিষয়ে তথ্য দেওয়া থাকে। যার অধিকাংশ তথ্যই ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হয়। আর মাঝে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ হারিয়ে হায় হুতাশ করা শুরু করে।

Bangladesh Stock Market Share Business  নামের একটি ফেসবুক পেজে Ferdous Shahariar Ahmed নামের এক ফলোয়ার সম্প্রতি আরগন ডেনিমস কোম্পানির লভ্যাংশ ঘোষণা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন।
তিনি বলেছেন, আরগন ডেনিমস কোম্পানি মোট ৭৫ শতাংশ লভ্যাংশ দেবে। যার মধ্যে ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ এবং ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ। কিন্তু গত ২ এপ্রিল এ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ২১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। যার মধ্যে ৬ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ।
 
বাংলাদেশের পুঁজিবাজারে শেয়ারের দর ওঠানামায় মূল ভূমিকা রাখে কোম্পানির সংবেদনশীল তথ্য। আর এসব তথ্য দিয়েই কোম্পানির নামে বিভিন্ন গুজব ছড়ানো হয়।
 
পুঁজিবাজার সম্পর্কিত ফেসবুক, টুইটার, লিংকড ইন, গুগল প্লাসসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের একাধিক পেজ ভিজিট করে দেখা যায়, এসব পেজের সদস্য সংখ্যা এক হাজার থেকে ৫০ হাজারে মধ্যে সীমাবদ্ধ।

DSE & CSE-তে যে সব কোম্পানি তালিকাভুক্ত হয়নি তাদের পর্ণ বর্জন করুন !!!  নামে একটি ফেসবুক পেজে টেকনিক্যাল মাস্টার নামের একজন সদস্য গত ২ এপ্রিল গ্লোবাল হেভি কেমিক্যাল কোম্পানির নামে একটি পোস্ট দেন। পোস্টটি ছিল ‘মুন্নু স্টাফলারের অভাবনীয় সাফল্যের পরে আমাদের পরবর্তী আইটেম গ্লোবাল হ্যাভি কেমিক্যাল লিমিটেড (GHCL)। ৫০-৫৩ টাকার ভিতরে গ্লোবাল হ্যাভি কেমিক্যাল লিমিটেড (GHCL) পেলে কিনে রাখেন কাজে দিবে। ’
 
এদিকে গুজবের উৎস অনুসন্ধান কঠিন হওয়ায় নিয়ন্ত্রণকারী সংস্থাও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারছে না। দুই স্টক এক্সচেঞ্জে ওয়েবসাইটের নিউজ সার্ভারে লেনদেন শুরুর আগেই প্রতিদিন ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে গুজব বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করা হচ্ছে। এর পরও গুজবে প্রভাবিত হয়ে ঠকছেন বিনিয়োগকারীদের অনেকে।
 
২০০৯ সাল থেকে ফেসবুকের পাশাপাশি সেলফোনে এসএমএসের মাধ্যমেও বিভিন্ন কোম্পানি সম্পর্কে মিথ্য তথ্য আদান-প্রদানের মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। আর এসব গুজব মূল্য সংবেদনশীল তথ্য হওয়ায় খুব সহজেই বিনিয়োগকারীরা প্রভাবিত হচ্ছেন।
 
গুজব থেকে শেয়ার বাজারকে রক্ষায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০০১ সালে একটি নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়,  প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিনিয়োগকারী ও শেয়ারবাজারের সঙ্গে যে কোনো উপায়ে জড়িত ব্যক্তি কোনো গুজব ছড়ানো ও গুজব ছড়াতে সহায়তা করা থেকে বিরত থাকবেন। যে কোনো উপায়েই তা সে আচার-আচরণ বা মৌখিকভাবে তথ্য অথবা ঘটনা বিকৃত করা, ভুলভাবে পরিচালিত করা কিংবা কোনো তথ্য গোপন করা, যা শেয়ারবাজারকে প্রভাবিত করতে পারে, এমন ঘটনার সঙ্গে জড়িত থাকা শাস্তিযোগ্য অপরাধ। গুজবের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে ন্যূনতম ১ লাখ টাকা জরিমানাসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এ বিষয়ে বিএসইসি’র মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বলেন, সামাজিক মাধ্যমে যারা গুজব ছড়ায় তাদের শনাক্ত করা কঠিন। কারণ যেসব পেজে এসব তথ্য দেওয়া হয় তার অধিকাংশই ভূয়া। তাই এ বিষয়ে বিনিয়োগকারীকেই আগে সচেতন হতে হবে। কারও কথায় বিনিয়োগ করে লোকসানে পড়লে তার দায় কেউ নেবে না।
 
যেসব পেজে শেয়ারবাজার নিয়ে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে সেসবের মধ্যে অন্যতম হলো- ডিএসই ক্লাব: https://www.facebook.com/groups/cricket.idol/
 
ডিএসই ইনভেস্টরস অ্যান্ড ক্লাব বাংলাদেশ: https://www.facebook.com/groups/dseinvestorsclub/
 
ডিএসই ফর রিস্কি গেইন (বিপদে ও পাশে):
https://www.facebook.com/groups/BOKA.ESAD.CHY/
 
ডিএসই ইনভেস্টরস: https://www.facebook.com/dse.investors?fref=ts
 
ডিএসই-সিএসই এভেইলএবল ডিসকাশন: https://www.facebook.com/dse.item?fref=ts
 
বিডি স্টক ডিসকাশন (ডিএসই+সিএসই): https://www.facebook.com/bdstocksdiscussion
 
পুঁজিবাজার সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী: https://www.facebook.com/Pujibajar
 
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।