ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

একদিনেই সাড়ে ২৭ টাকা দর বাড়ল আরামিটের!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪
একদিনেই সাড়ে ২৭ টাকা দর বাড়ল আরামিটের!

ঢাকা : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার বিবিধ খাতের আরামিট লিমিটেড কোম্পানির শেয়ার দর সাড়ে ২৭ টাকা বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

একদিনেই হঠাৎ কি কারণে  এ পরিমাণ দর বাড়ল তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে।

তারা বলছেন, প্রতিষ্ঠানটির পি/ই রেশিও যেখানে ২৯ দশমিক ৭১ তাই এটা ঝুঁকির বাহিরে নয়। একদিনেই এত বেশি দাম বাড়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে।

বিনিয়োগকারীরা বলেন, এর আগে রহিমা ফুড কোম্পানির শেয়ার দর চার দিনে ১২ টাকা বাড়ায় গত ২১ এপ্রিল প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। কিন্তু দর বাড়ানোর কারণ জানাতে পারেনি ওই কোম্পানিটি। আর আরামিটের একদিনেই দাম বাড়ল রহিমা ফুডের দ্বিগুণ। দেখা যাক কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়।

এছাড়া তারা বলেন, আরামিট কোম্পানির বাজারে মোট ৬০ লাখ শেয়ার রয়েছে। আর মোট শেয়ারের প্রায় ৩৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। তাই এর দর বাড়ার পেছনে তাদের হাতও থাকতে পারে।

বুধবার কোম্পানিটির প্রতি শেয়ারের দর বেড়েছে ২৭ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৭২ শতাংশ।   দিনভর আরামিটের শেয়ার দর ৩২০ দশমিক ১০ টাকা থেকে ৩৪২ দশমিক ৮০ টাকায় ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৩৪২ দশমিক ৮০ টাকায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া এদিন দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাতের কোহিনুর কেমিক্যালের শেয়ার। এ কোম্পানির শেয়ার দরও অস্বাভাবিকভাবে বেড়েছে। এদিন এর শেয়ার দর ২৫ দশমিক ৭০ টাকা বা ৭ দশমিক ৪৮ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৬৯ টাকায়।

দিনভর এ শেয়ারের দর ৩৬৮ টাকা থেকে ৩৭২ টাকায় ওঠানামা করে।

কোহিনুর কেমিক্যাল কোম্পানির শেয়ার দর গত দুই দিনে প্রায় ৪০ টাকার ওপরে বেড়েছে। অথচ কোম্পানিটির পিই রেশিও ৪৭। বাজারে কোম্পানিটির ৮১ লাখ ২৫ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে ৫১ দশমিক ২৮ শতাংশ শেয়ারই রয়েছে তাদের পরিচালনা পর্ষদের হাতে। এছাড়া ১০ দশমিক ৬৮ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ৩৮ দশমিক ৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

এরপর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল প্রাইম ব্যাংক, চতুর্থ মিথুন নিটিং, পঞ্চম রেনেটা, ষষ্ঠ গ্লাস্কো স্মিথক্লাইন, সপ্তম সিটি ব্যাংক, অষ্টম গ্রামীণফোন, নবম ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড এবং দশম স্থানে বঙ্গজ।

বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।