ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

শাহজিবাজারের আইপিওতে সাড়ে ২০ গুণ আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মে ৫, ২০১৪
শাহজিবাজারের আইপিওতে সাড়ে ২০ গুণ আবেদন

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের আইপিও আবেদনে সাড়ে ২০ গুণ আবেদন জমা পড়েছে।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


 
জানা যায়, কোম্পানিটির আইপিও আবেদনে ৩১ কোটি ৭০ লাখ টাকার বিপরীতে মোট ৬৫২ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা আনুমোদন পাওয়া অর্থের ২০ দশমিক.৫৯ গুণ।
 
এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে থেকে ৪২৬ কোটি ৪৩ লাখ ৭৫ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছ থেকে ৫৪ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা, প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩ কোটি ৭৬ লাখ ২০ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে ১৫৮ কোটি ১৮ লাখ টাকার আবেদন জমা পড়েছে।
 
কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৩১ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহের জন্য ১ কোটি ২৬ লাখ ৮০ হাজার শেয়ার ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের ইস্যুমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। ২০০টি শেয়ারে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।
 
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মে ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।