ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক সামান্য কমলেও লেনদেন বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মে ১২, ২০১৪
সূচক সামান্য কমলেও লেনদেন বেড়েছে

ঢাকা: দেশের প্রধন শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৭ পয়েন্টে অবস্থান করে।

এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৩৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে ১ হাজার ৪ পয়েন্টে স্থির হয়।

এদিন সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ৫ মিনিট ডিএসইর মূল্যসূচক কমে। তবে এর পরের দশ মিনিটে সূচক বাড়ে। এরপর ফের নিম্নমুখী হয় সূচক। বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৬৪৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে ১ হাজার ৪ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর ১২টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৩৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে ১ হাজার ৪ পয়েন্টে স্থির হয়। এভাবেই নিম্নমুখী প্রবণতায় দিনের লেনদেন শেষ হয়।

সোমবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

লেনদেন হয়েছে মোট ৩৯৪ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৩৭৮ কোটি ৫৭ লাখ টাকা।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লঙ্কাবাংলা ফিন্যান্স, সিভিও পেট্রো কেমিক্যাল, বিএসসিসিএল, অ্যাপোলো ইস্পাত, মতিন স্পিনিং, ফার্মা এইড, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিডি বিল্ডিং, এমারেল্ড অয়েল ও প্যারামাউন্ট টেক্সটাইল।

এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট কমে ৮ হাজার ৬৫৩ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট কমে ১১ হাজার ৪২৪ পয়েন্টে স্থির হয়।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

লেনদেন হয়েছে মোট ২৯ কোটি ৭০ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১১২ ঘণ্টা, মে ১২, ২০১৪/আপডেটেড ১৪৪৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।