ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

শাহজিবাজারের রিফান্ড বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মে ২০, ২০১৪
শাহজিবাজারের রিফান্ড বিতরণ

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র শেষে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের অ্যালোটমেন্ট লেটার এবং রিফান্ড ওয়ারেন্ট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।



গত ১৬ মে পর্যন্ত কোম্পানির অ্যালোটমেন্ট লেটার এবং রিফান্ড ওয়ারেন্ট বিতরণ করা হয়।

আর নির্ধারিত সময়ের মধ্যে যারা অ্যালোটমেন্ট লেটার/রিফান্ড ওয়ারেন্ট সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন তাদের রিফান্ড ওয়ারেন্ট তাদের নিজ নিজ ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। গত ১৬ মে বাংলা কুরিয়ার সার্ভিস, ভিশন এক্সপ্রেস লিমিটেড, সময় এক্সপ্রেস লিমিটেড, একুশে কুরিয়ার সার্ভিস লিমিটেড, আরএম কুরিয়ার ও টপ এক্সপ্রেসের মাধ্যমে এ অ্যালোটমেন্ট লেটার ও রিফান্ড ওয়ারেন্ট বিতরণ করা হয়।

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার বরাদ্দ দিতে আইপিও লটারির ড্র গত ৮ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
 
আইপিও-এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৩১ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করে। এর বিপরীতে আবেদন জমা পড়ে ৬৪০ কোটি টাকা।
 
কোম্পানিটি পুঁজিবাজারে মোট ১ কোটি ২৬ লাখ ৮০ হাজার শেয়ার ছেড়েছে। এর মধ্যে ১৫ টাকা প্রিমিয়াম ও ১০ টাকা ফেস ভ্যালুসহ মোট ২৫ টাকা ইসুমূল্যে এ শেয়ার বরাদ্দ পান বিনিয়োগকারীরা।
 
আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও বাবদ খরচ করবে বলে জানিয়েছে।
 
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৩২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ২৪  দশমিক ৫৮ টাকা।

বাংলাদেশ সময় : ১৬০৪ ঘণ্টা, মে ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।