ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

৭১৬ ভাগ দর বাড়ল ওয়াটা কেমিক্যালের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুন ২, ২০১৪
৭১৬ ভাগ দর বাড়ল ওয়াটা কেমিক্যালের

ঢাকা : ওষুধ ও রসায়ন খাতের ওয়াটা কেমিক্যালস কোম্পানির শেয়ার দর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সবচেয়ে বেশি বেড়েছে। এদিন ৪২৮ টাকা ২০ পয়সা বা ৭১৬ দশমিক ০৫ শতাংশ দর বেড়ে প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে ওঠে আসে।



দিনভর ওয়াটা কেমিক্যালসের শেয়ার দর ৩৫০ টাকা থেকে ৫১৫ টাকায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেনও হয় ৪৮৮ টাকায়।

এদিন কোম্পানিটির মোট ৩ লাখ ২ হাজার ৬০০ শেয়ার ১ হাজার ২১ বারে হাতবদল হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাতের আলহাজ টেক্সটাইল। কোম্পানির শেয়ার দর ১২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৩৮ টাকা ২০ পয়সায়।

দিনভর এ শেয়ারের দর ১২৮ টাকা থেকে ১৩৮ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে।

এরপর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল এমবি ফার্মা। এর শেয়ার দর ২৫ টাকা ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৫৯ টাকায়।

চতুর্থ রেকিট বেনকিজারের শেয়ার দর ৬৭ টাকা ৭০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১ হাজার ১৬০ টাকায়।

পঞ্চম স্টাইল ক্রাফট কোম্পানির শেয়ার দর ৬৬ টাকা ৬০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১ হাজার ১৩৩ টাকা ৩০ পয়সায়।

ষষ্ঠ দেশ গার্মেন্টসের শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১১৫ টাকায়।

সপ্তম প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১১৯ টাকা ৫০ পয়সায়।

অষ্টম রহিম টেক্সটাইলের শেয়ার দর ১৪ টাকা ৮০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৩১ টাকায়।

নবম গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৮৮ টাকা ৫০ পয়সায়।

আর দশম স্থানে ছিল অ্যাপেক্স ট্যানারি। এর শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৫৩ টাকায়।

বাংলাদেশ সময় : ১৬৫১ ঘণ্টা, জুন ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।