ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বাজার সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত বসবে ডিএসই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুন ৪, ২০১৪
বাজার সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত বসবে ডিএসই ছবি: সংগৃহীত

ঢাকা: পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত বৈঠকে বসবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
 
বিশেষ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে নিয়মিত বৈঠক করতে আগ্রহী ডিএসই।

তাই বিএসইসিকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
 
বুধবার বিএসইসি ও ডিএসইর মধ্যে বৈঠক হয়।
 
বৈঠক শেষে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. স্বপন কুমার বালা সাংবাদিকদের একথা জানিয়েছেন।
 
স্বপন কুমার বালা সাংবাদিকদের বলেন, আজকে বিএসইসির সঙ্গে বৈঠকে মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাজার পরিস্থিতি নিয়ে প্রতিমাসে বৈঠক, আইপিও পরবর্তী কোম্পানির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ, বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং আসন্ন বাজেট ছিল প্রধান।
 
তিনি বলেন, স্টক এক্সচেঞ্জ যেসব সুবিধা ভোগ করছে বাজেটে যাতে সেগুলো বহাল থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে সুবিধা যাতে আরও বাড়ানো হয়, সে বিষয়ে বিএসইসির কাছে অনুরোধ জানানো হয়েছে। বাজেট অধিবেশনের পর এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে ডিএসই।
 
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- কমিশনার হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, আরিফ খান ও আব্দুস সালাম শিকদার।
 
এ ছাড়া ডিএসইর চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিঞা, ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা, কোম্পানি সচিব মো. মাহামুদ উল্লাহ, পরিচালক মনোয়ারা হাকিম আলী, রুহুল আমীন, শরীফ আনোয়ার হোসেন, খাজা গোলাম রসুল, শাকিল রিজভী ব্রি.জে মুজিবুর রহমান, মো. ফায়েকুজ্জামান, মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।