ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বিকন ফার্মাকে নোটিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুন ১০, ২০১৪
বিকন ফার্মাকে নোটিস

ঢাকা: ওষুধ ও রসায়ন খাতের বিকন ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ায় কোম্পানিটিকে নোটিস দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, দর বাড়ার জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।



মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

গত দুই কার্যদিবস কোম্পানির শেয়ার দর কোনো কারণ ছাড়াই বাড়ে। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটিকে এর কারণ জানতে চেয়ে নোটিস দেয় ডিএসই।

গত এক মাসে এ কোম্পানির শেয়ার দর বাড়ে প্রায় এক টাকা। গত ১১ মে এ কোম্পানির শেয়ার ১৩ টাকায় বিক্রয় হয়েছিল। এরপর শেয়ার দর কমতে থাকে। গত ৫ জুন এ কোম্পানির শেয়ার দাম কমে ১১ টাকায় লেনদেন হয়। কিন্তু গত ৫ জুনের পর থেকে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। ১০ জুন এ কোম্পানির শেয়ার প্রায় ১৫ টাকায় লেনদেন হয়েছে।

বাংলাদেশ সময় : ১৪৩১ ঘণ্টা, জুন ১০, ২০১৪/আপডেটেড ১৫৪২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।