ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে ওঠানামা

ডিএসইতে লেনদেন কমেছে ৬৯ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুন ১২, ২০১৪
ডিএসইতে লেনদেন কমেছে ৬৯ কোটি টাকা

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচক ও লেনদেন উভয়ই কমেছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে ৬৯ কোটি টাকার ওপরে কম লেনদেন হয়েছে।



তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।

২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর প্রথম দিন রোববার দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচক কমে যায়। তবে পরের দিন সোমবার সূচক ও লেনদেন উভয়ই বাড়ে। এর পর মঙ্গলবার উভয় বাজারে মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। এর পরের দিন বুধবার হয়েছে উল্টো। ওইদিন মূল্যসূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমে যায়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৬৩৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮ পয়েন্টে স্থির হয়।

এদিন ডিএসইতে লেনদেন হয় মোট ৩৬৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৬৯ কোটি ৪০ লাখ ১৭ হাজার টাকা কম।

আগের কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৪৩৭ কোটি ৩৫ লাখ টাকা।         

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- গ্রামীণফোন, লাফার্জ সুরমা, বিএসসিসিএল, মিথুন নিটিং, স্কয়ার ফার্মা, এমজেএল বাংলাদেশ, বিএসআরএম স্টিল, আলহাজ টেক্সটাইল, ইস্টার্ন হাউজিং ও বরকতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিকস।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭ পয়েন্ট হয়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য কমে ৪ হাজার ৪১০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে ১ হাজার ১৬ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭ পয়েন্টে স্থির হয়। এভাবেই দিনভর সূচক ওঠানামা করে।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪২১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৪৫ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

লেনদেন হয় মোট ২৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২৭ কোটি ৬১ লাখ টাকা।    

বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, জুন ১২, ২০১৪/আপডেটেড ১৫০১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।