ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টপ গেইনারে পেনিনসুলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
টপ গেইনারে পেনিনসুলা

ঢাকা : ভ্রমণ ও অবকাশ খাতের পেনিনসুলা চিটাগং লিমিটেড কোম্পানি লেনদেনের প্রথম দিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করেছে। সপ্তাহের প্রথম দিন রোববার ৬ টাকা ৯০ পয়সা বা ২৩ শতাংশ দর বাড়ে প্রতিষ্ঠানটির।



দিনভর পেনিনসুলার শেয়ার ৩৬ টাকা ৫০ পয়সা থেকে ৪৫ টাকায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেনও হয় ৩৬ টাকা ৯০ পয়সায়।

এদিন কোম্পানিটির মোট ৮৪ লাখ ৮৫ হাজার ৬০০ শেয়ার ৩৬ হাজার ৭৭৩ বারে হাতবদল হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল মিউচ্যুয়াল ফান্ড খাতের এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর ৪০ পয়সা বা ৬ দশমিক ৭৮ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৬ টাকা ৩০ পয়সায়।

দিনভর এ ইউনিটের দর ৫ টাকা ৭০ পয়সা থেকে ৬ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে।

এরপর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল মিথুন নিটিং। এর শেয়ার দর ৫ টাকা ৭০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১১২ টাকা ৫০ পয়সায়।

চতুর্থ আলহাজ টেক্সটাইলের শেয়ার দর ৬ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৮৪ টাকা ৬০ পয়সায়।

পঞ্চম কোহিনুর কেমিক্যাল কোম্পানির শেয়ার দর ১১ টাকা ৪০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৯৫ টাকায়।

ষষ্ঠ দেশ গার্মেন্টসের শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১১৯ টাকা ৯০ পয়সায়।

সপ্তম রহিম টেক্সটাইলের শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৪০ টাকায়।

অষ্টম ৮ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৬৬ টাকা ৯০ পয়সায়।

নবম ৫ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৪ টাকা ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৭৫ টাকায়।

আর দশম স্থানে ছিল গ্রামীণফোন। এর শেয়ার দর ৯ টাকা ৪০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩০৮ টাকা ৭০ পয়সায়।

বাংলাদেশ সময় : ১৭১০ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।