ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

জিকিউ বলপেনের চার পরিচালককে জরিমানা করেছে বিএসইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
জিকিউ বলপেনের চার পরিচালককে জরিমানা করেছে বিএসইসি

ঢাকা: সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে পুঁজিবাজারের তালিকাভুক্ত জিকিউ বলপেন কোম্পানির চেয়ারম্যানসহ চার পরিচালককে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।


 
বিএসইসি কোম্পানির চার কর্মকর্তার প্রত্যেককে আড়াই লাখ টাকা করে জরিমানা করেছে। কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কাজী সালেমুল হক, পরিচালক সালমা হক, কাজী সালমান সারওয়ার এবং সারা হক।
 
জানা যায়, কোম্পানির বিরুদ্ধে আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। প্রতিবেদনে তথ্য গোপন করা কোম্পানিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের সেকশন ১৮ ধারা লঙ্ঘনের সামিল।
 
বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।