ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন সামান্য বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
ডিএসইতে লেনদেন সামান্য বেড়েছে

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচক সামান্য কমলেও লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা বেড়েছে।

তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ কমেছে।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য কমে ১ হাজার ৬১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৯ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে লেনদেন হয় মোট ৩১৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৩১৪ কোটি ১৬ লাখ টাকা।         

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, লাফার্জ সুরমা, স্কয়ার ফার্মা, মিথুন নিটিং, পেনিনসুলা, আলহাজ টেক্সটাইল, হাইডেলবার্গ সিমেন্ট, জিপিএইচ ইস্পাত ও বেক্সিমকো লিমিটেড।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮ পয়েন্ট হয়।

দুপুর সোয়া ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩ পয়েন্টে স্থির হয়।

দুপুর ১টা ৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১ পয়েন্ট হয়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক সামান্য কমে ১ হাজার ৬১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৯ পয়েন্টে স্থির হয়। এভাবেই এদিনের লেনদেন চলে।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইর সিএসসিএক্স সূচক ২৪ পয়েন্ট কমে ৮ হাজার ২৮৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৬ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।

লেনদেন হয় মোট ২২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২৩ কোটি ২৮ লাখ টাকা।      

বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৪/আপডেটেড ১৪৪৯ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।