ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

৩৩ শতাংশ লেনদেন কমেছে ডিএসইতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুন ২১, ২০১৪
৩৩ শতাংশ লেনদেন কমেছে ডিএসইতে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে ধারাবাহিকভাবে লেনদেন কমেছে। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের দাম ও মূল্যসূচক কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে ৩৩ দশমিক ৩২ শতাংশ।
 
আগের সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর ব্রড ইনডেস্ক বা ডিএসইএক্স ছিল ৪ হাজার ৪০৪ দশমিক ৮০ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক কমে দাঁড়ায় ৪ হাজার ৩২৮ দশমিক ৪১ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে সূচক কমেছে ৮০ দশমিক ৪০ পয়েন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ।
 
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন কমেছে ৩৩ দশমিক ৩২ শতাংশ। লেনদেন হয়েছে মোট ১ হাজার ৩৯৬ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার ৮৮২ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৫ কোটি ৫ লাখ ৩২ হাজার ৮৯৩ টাকা।
 
সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইর ৩০৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ৫২টির, কমেছে ২৩৮টির ও অপরিবর্তিত ছিল ১৩টির দাম। কোনো লেনদেন হয়নি ৪টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ১৪৭টির, কমেছে ১৪৮টির ও অপরিবর্তিত ছিল ৭টির দাম। কোনো লেনদেন হয়নি ৪টি প্রতিষ্ঠানের।
 
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এদিকে মোট ৫ কার্যদিবসের দৈনিক গড় লেনদেনও কমেছে। গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ২৭৯ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৫৭৬ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ৪১৯ কোটি ১ লাখ ৬ হাজার ৫৭৯ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ৩৩ দশমিক ৩২ শতাংশ।
 
এছাড়া ডিএসইতে কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইতে মোট ৩০ কোটি ০৩ লাখ ৬৭ হাজার ৭৩৯টি শেয়ার হাতবদল হয়েছে। যেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল ৪৫ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৪১৩টি । সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন কমেছে ৩৪ দশমিক ৩৯ শতাংশ।
 
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, এবি ব্যাংক, আইসিবি এএমসিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, মুন্নু স্ট্যাফলার্স, বঙ্গজ, প্রভাতী ইন্স্যুরেন্স, লংকা-বাংলা ফিন্যান্স, এসিআই লিমিটেড, মিথুন নিটিং ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
 
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- রেকিট বেনকিজার, ওয়াটা কেমিক্যাল, আর্গন ডেনিমস, মেঘনা কনডেন্সড, জুট স্পিনার্স, ম্যারিকো বাংলাদেশ, সাফকো স্পিনিংস, অগ্রণী ইন্স্যুরেন্স, এমজেএল বাংলাদেশ ও জিপিএইচ ইস্পাত।
 
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুন ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।