ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসই থেকে সরকারের রাজস্ব বেড়েছে ২৪ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুলাই ৩, ২০১৪
ডিএসই থেকে সরকারের রাজস্ব বেড়েছে ২৪ শতাংশ

ঢাকা: চলতি অর্থবছরের জুন মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আয় গত মে মাসের তুলনায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
 
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


 
জানা যায়, গত জুন মাসে ডিএসই থেকে সরকার মোট ১২ কোটি ৮ লাখ ৫১ হাজার ৪৬ টাকা রাজস্ব পেয়েছে। এর আগের মাসে অর্থাৎ মে মাসে ডিএসই থেকে সরকার রাজস্ব পেয়েছিল ৯ কোটি ৭০ লাখ ৮৮ হাজার ১১৪ টাকা।
 
সুতরাং জুন মাসে মে মাসের তুলনায় ডিএসই থেকে সরকার ২ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৯৩২ টাকা বেশি রাজস্ব পেয়েছে। যা মে মাসের তুলনায় ২৪.৪৭ শতাংশ বেশি।
 
জানা যায়, সরকারি কোষাগারে ডিএসইর জমা দেওয়া রাজস্ব দুই খাত থেকে সংগ্রহ করা হয়েছে।

১৯৮৪ সালের ৫৩ বিবিবি’র ধারা অনুযায়ী ডিএসইর সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ৭ কোটি ৭৩ লাখ ৪৯ হাজার ৭০৫ টাকা আদায় করা হয়।
 
এছাড়া ১৯৮৪ সালের ৫৩ এম ধারা অনুযায়ী উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ৪ কোটি ৩৫ লাখ ১ হাজার ৩৪১ টাকা আদায় করা হয়।

পাশাপাশি ডিএসইর সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে গত মে মাসে ৫ কোটি ৮৪ লাখ ৫৭ হাজার ৬৬২ টাকা এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ৩ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ৪৫২ টাকা আদায় করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।