ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন কমে সপ্তাহ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
সূচক ও লেনদেন কমে সপ্তাহ শুরু

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে।

রোজায় দেশের উভয় শেয়ারবাজারে লেনদেনের সময় একঘণ্টা কমানো হয়েছে।



সাধারণত সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলে।

তবে রোজায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চালুর সিদ্ধান্ত নেয় ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৪১১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৬১২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে ৯৯৭ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, অ্যাপোলো ইস্পাত, পেনিনসুলা, বিডি বিল্ডিং, জেনারেশন নেক্সট, বেক্সিমকো ফার্মা, বিচ হ্যাচারি, লাফার্জ সুরমা, ইউনাইটেড এয়ারওয়েজ ও বিইডিএল ।

লেনদেন হয়েছে মোট ২১৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৬১ কোটি ৮৫ লাখ টাকা।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৬২৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ০৪ পয়েন্ট হয়।

বেলা ১১টা ২৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৩৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৬২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে এক হাজার ০৩ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর সোয়া ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৪৩০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৬১৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ০১ পয়েন্ট হয়।

দুপুর ১টা ৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪১৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৬১৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে ৯৯৮ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ৬১ পয়েন্ট কমে ৮ হাজার ৪০২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩০ পয়েন্ট কমে ১১ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।

লেনদেন হয় মোট ১৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৩ কোটি ৬২ লাখ টাকা।    
             
বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪ ঘণ্টা/ আপডেটেড : ১৩৪১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।