ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সাইফ পাওয়ারটেকের আইপিও ড্র ৭ আগস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
সাইফ পাওয়ারটেকের আইপিও ড্র ৭ আগস্ট

ঢাকা: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওযা সাইফ পাওয়ারটেক কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারি ড্র আগামী ৭ আগস্ট অনুষ্ঠিত হবে। ওইদিন রাজধানীর কেন্দ্রীয় কচি কাঁচার মিলনায়তনে এ ড্র হবে।



কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
 
কোম্পানিটি পুঁজিবাজার থেকে মোট ৩৬ কোটি টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে জমা পড়েছে ৩৪০ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার টাকা। যা কোম্পানির চাহিদার চেয়ে প্রায় দশগুণ বেশি।
 
এ কোম্পানির আইপিওতে স্থানীয় বিনিয়োগকারীরা মোট ৩৪০ কোটি ৩৯ লাখ ১১ হাজার টাকা এবং প্রবাসী বিনিয়োগকারীরা ৫৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার বরাদ্দ পেতে আবেদন করেছেন।
 
ফেস ভ্যালু ১০ টাকার সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ সাইফ পাওয়ারটেকের প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ৩০ টাকা এবং মার্কেট লট ২০০টি শেয়ারে।
 
কোম্পানির ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করেছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও নিরীক্ষকের দায়িত্ব পালন করছে আতা খান অ্যান্ড কোং ।
 
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।