ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দুই কোম্পানির লেনদেন ৩ আগস্ট স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
দুই কোম্পানির লেনদেন ৩ আগস্ট স্থগিত

ঢাকা: রেকর্ড ডেটের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন ৩ আগস্ট স্থগিত থাকবে। কোম্পানি দুটি হলো- লিন্ডে বাংলাদেশ ও মাইডাস ফিন্যান্স।



বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের আগে গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লিন্ডে বাংলাদেশের শেয়ার লেনদেন স্পট মার্কেটে চলে। স্পট মার্কেটে কোম্পানির শেয়ার ব্লক বা অড লটে বিক্রি হয়।

লিন্ডে বাংলাদেশ (বিডি) লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য অন্তর্বর্তীকালীন ২০০ ভাগ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য গত ৩১ মে পর্যন্ত হিসাব অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেবে কোম্পানিটি।

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ আগস্ট।
 
অর্ধবার্ষিকীতে (জানুয়ারি থেকে জুন-২০১৪) কোম্পানির মুনাফা হয়েছে ২৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৯ দশমিক ৩৮ টাকা।
 
গত বছর একই সময়ে এ কোম্পানির মুনাফা হয়েছিল ৩৪ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২২ দশমিক ৫৬ টাকা।
 
অন্যদিকে, গত তিন মাসে (এপ্রিল থেকে জুন-২০১৪) কোম্পানির মোট মুনাফা হয়েছে ১৫ লাখ ৭২ লাখ ৯০ হাজার টাকা এবং ইপিএস দাঁড়িয়েছে ১০ দশমিক ৩৪ টাকা।
 
গত বছর একই সময়ে কোম্পানির মোট মুনাফা হয়েছিল ১৪ লাখ ৬৯ লাখ ৫০ হাজার টাকা এবং ইপিএস দাঁড়িয়েছিল ৯ দশমিক ৬৬ টাকা।

এদিকে, কমিশনের (বিএসইসি) ৫২২তম সভায় মাইডাস ফিন্যান্সিং লিমিটেডকে ১ আর : ১ হারে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অর্থাৎ কোম্পানির বিনিয়োগকারীরা একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার কিনতে পারবেন।

আর্থিক প্রতিষ্ঠান খাতের এই কোম্পানির রাইট শেয়ারের আবেদন জমা নেওয়া শুরু হবে ১ সেপ্টেম্বর। যা আগামী ৩০ সেপ্টম্বর পর্যন্ত জমা দিতে পারবেন বিনিয়োগকারীরা। এজন্য রেকর্ড ডেট ৩ আগস্ট।


রাইট শেয়ারের মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৬ কোটি ১ লাখ ৩৪ হাজার ৩৩৮টি সাধারণ শেয়ার ছেড়ে ৬০ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৩৮০ টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

উত্তোলিত অর্থ দিয়ে মাইডাস ফিন্যান্সিং কোম্পানি বাংলাদেশ ব্যাংকের চাহিদা অনুযায়ী মূলধনের পর্যাপ্ততা পূরণ তথা মূলধন ভিত্তি শক্তিশালীকরণ, লিজ ফিন্যান্স, টার্ম ফিন্যান্স, এসএমই ফিন্যান্স, গৃহায়ণ লোন সম্প্রসারণ ইত্যাদি খাতে ব্যবহার করবে।

বাংলাদেশ সময় : ১৪০৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।