ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টপ গেইনারে প্রগতি লাইফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৪
টপ গেইনারে প্রগতি লাইফ

ঢাকা : বিমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সবচেয়ে বেশি বেড়েছে। এদিন ১১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ দর বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করে কোম্পানিটি।

 

দিনভর এই শেয়ার ১১৯ টাকা ৩০ পয়সা থেকে ১২৭ টাকায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ১২৭ টাকায়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতের কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর। কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২৩৮ টাকা ৭০ পয়সায়।

দিনভর এ শেয়ারের দর ২২৫ টাকা থেকে ২৩৮ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে।

এরপর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড। এর শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৭ টাকা ৬০ পয়সায়।

চতুর্থ সামিট অ্যালিয়েন্স পোর্ট কোম্পানির শেয়ার দর ২ টাকা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২৯ টাকা ২০ পয়সায়।

পঞ্চম স্থানে থাকা সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১১ টাকা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১০০ টাকায়।

ষষ্ঠ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ১২ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২৩৫ টাকা ৯০ পয়সায়।

সপ্তম লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২৫ টাকা ৩০ পয়সায়।

অষ্টম দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ার দর ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৮ টাকা ৫০ পয়সায়।

নবম ফাইন ফুডসের শেয়ার দর ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৬ টাকা ৬০ পয়সায়।

আর দশম স্থানে ছিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি। এর শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৮ টাকা ৮০ পয়সায়।

বাংলাদেশ সময় : ১৭১১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।