ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দুই প্রতিষ্ঠানকে দশ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
দুই প্রতিষ্ঠানকে দশ লাখ টাকা জরিমানা

ঢাকা: সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এবি সিকিউরিটিজ লিমিটেড ও ইউনিক শেয়ার ম্যানেজম্যান্ট লিমিটেডকে পৃথকভাবে মোট দশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের ৫২৫তম সভায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করার সিদ্ধান্ত হয়।



বিকেলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


পাঁচ লাখ টাকার উপরে নগদ গ্রহণের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর রুল ৮ (সি) (i) লংঘনসহ দুটি ধারা ভঙ্গের কারণে এবি সিকিউরিটিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, প্রতিষ্ঠানটির ৩০ এপ্রিল ২০১৩ সালের কনসুলেটেড কাস্টমার হিসাবে পরিশোধযোগ্য গ্রাহকের তহবিলে ৬ কোটি ৫০ লাখ ৫ হাজার ১৬২ টাকা ঘাটতি রয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর রুল ৮ এ(১) ও (২) এবং এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর দ্বিতীয় তফসিলের আচরণবিধি ১ ও ৬ লংঘন করেছে।

এদিকে, নন মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ দেওয়াসহ ছয়টি আইন লংঘনের কারণে ইউনিক শেয়ার ম্যানেজম্যান্টকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।