ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ৫৫ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ৫৫ লাখ টাকা জরিমানা

ঢাকা: সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে মোট ৫৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের ৫২৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

বিকেলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে ফার্স্ট সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী সাইফুর রহমানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ৫ বছর পুঁজিবাজার সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকতে পারবেন না তিনি।

একই কারণে ফার্স্ট সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া হেরিটেজ ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেডকে ২৫ লাখ টাকা ও এপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।