ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে ১৪ মাসের সর্বোচ্চ লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
ডিএসইতে ১৪ মাসের সর্বোচ্চ লেনদেন

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৯৬৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এর আগে ২০১৩ সালের ১৭ জুলাই ডিএসইতে সর্বোচ্চ ৯৮৬ কোটি ৭৮ লাখ ১৪ হাজার টাকা লেনদেন হয়। একই সঙ্গে মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৮ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৭৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৬ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- গ্রামীণফোন, বেক্সিমকো, এসিআই ফর্মুলেশনস, লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিলস, ইউনিটক হোটেল, মবিল যমুনা, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ ও গোল্ডেন সন।

লেনদেন হয় মোট ৯৬৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৮৩৬ কোটি ২২ লাখ টাকা।     

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৮৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৩ পয়েন্ট হয়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৫২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৯৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৭ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৯০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৩ পয়েন্ট হয়।
 
দুপুর সোয়া ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৭৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৫ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৮৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৫০ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১০৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৪ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

লেনদেন হয় মোট ৬০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময় : ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪/আপডেটেড : ১১৩৬ ঘণ্টা/আপডেটেড : ১২১২ ঘণ্টা/আপডেটেড : ১৩২২ ঘণ্টা/আপডেটেড : ১৫০২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।