ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সাফকো স্পিনিংয়ের রাইট প্রস্তাব নাকচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
সাফকো স্পিনিংয়ের রাইট প্রস্তাব নাকচ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলস লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।



কোম্পানিটি ২০০৬ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলসের শর্ত ৩ (ই) পরিপালনে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয় বিএসইসি।

সাফকো স্পিনিং বাজারে ৩ আর : ২ হারে রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব দিয়েছিল বিএসইসিতে। অর্থাৎ প্রতি ২টি সাধারণ শেয়ারের বিপরীতে তিনটি করে রাইট শেয়ার কিনতে পারতেন এর বিনিয়োগকারীরা।

তবে সিদ্ধান্তটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদনের প্রায়োজন ছিল। এখন অনুমোদন না পাওয়ায় কোম্পানিটি আর রাইট শেয়ার ছাড়তে পারবে না।
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।