ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

এসিআই ফর্মুলেশনসের দর বাড়ছেই!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
এসিআই ফর্মুলেশনসের দর বাড়ছেই!

ঢাকা: ওষুধ ও রসায়ন খাতের এসিআই ফর্মুলেশনস লিমিটেডের শেয়ার দর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও সবচেয়ে বেশি বেড়েছে। এ নিয়ে কোম্পানিটির দর টানা দশ কার্যদিবস বাড়ল।

তবে হঠাৎ করে কোম্পানিটির শেয়ার দর একটানা বাড়তে থাকায় বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ বলছেন এর পেছনে কারসাজির হাত রয়েছে, আবার অনেকে বলছেন বাজার ঊর্ধ্বমুখী থাকায় এ শেয়ারের দর বাড়ছে।

এদিকে শেয়ার বিশেষজ্ঞরা বলছেন, নেদারল্যান্ডসভিত্তিক রঙ উত্পাদনকারী কোম্পানি একজো নোবেল পেইন্টসের সঙ্গে এসিআই ফর্মুলেশনস সম্প্রতি একটি চুক্তি করেছে। এর ফলে বিশ্বের বৃহত্তম পেইন্টস উত্পাদনকারী প্রতিষ্ঠান একজো নোবেল এসিআই ফর্মুলেশনসকে রঙ উত্পাদনে সহায়তা দেবে। এর প্রভাবে কোম্পানিটির দর বাড়তে পারে। তবে একটানা দশদিন শেয়ারটির দর বাড়া কোনো স্বাভাবিক লক্ষণ নয় বলে জানান তারা।

বুধবার ১৫ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ দর বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করে কোম্পানিটি।  

দিনভর এই শেয়ার ১৬৫ টাকা থেকে ১৭৩ টাকায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ১৭৩ টাকায়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এ ছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাতের আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড। এদিন এ শেয়ারের দর ২ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২৮ টাকা ৩০ পয়সায়।

এর পর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল সেবা ও আবাসন খাতের সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। এর শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৬ টাকা ১০ পয়সায়।

চতুর্থ স্থানে ছিল মিউচ্যুয়াল ফান্ড খাতের দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড। এর শেয়ার দর ১৮ টাকা ৪০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২৬৩ টাকায়।

পঞ্চম স্থানে ছিল জিপিএইচ ইস্পাত লিমিটেড। এর শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৫৪ টাকা ৩০ পয়সায়।

ষষ্ঠ অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। এর শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৭১ টাকা ৫০ পয়সায়।

সপ্তম ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড কোম্পানির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৭৩ টাকা ৭০ পয়সায়।

অষ্টম ব্র্যাক ব্যাংক লিমিটেডের শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩১ টাকায়।

নবম এসিআই লিমিটেডের শেয়ার দর ৩৬ টাকা ৭০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৪৫৭ টাকা ১০ পয়সায়।
 
আর দশম স্থানে ছিল এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড। এর শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৫৬ টাকায়।

বাংলাদেশ সময় : ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।