ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডেল্টা স্পিনিংয়ের রাইট শেয়ার বিওতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
ডেল্টা স্পিনিংয়ের রাইট শেয়ার বিওতে

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ডেল্টা স্পিনিং লিমিটেড কোম্পানির রাইট শেয়ার প্রত্যাশিত বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।



কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য বাজারে ২ আর : ১ হারে রাইট শেয়ার ছাড়ে। অর্থাৎ প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি করে রাইট শেয়ার কেনেন বিনিয়োগকারীরা।
 
কোম্পানিটি বাজারে মোট ৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ৬শ’ রাইট শেয়ার ছেড়ে মোট ৯১ কোটি ৭২ লাখ ৫৬ হাজার টাকা উত্তোলন করেছে। উত্তোলিত টাকা কোম্পানিটির দীর্ঘ মেয়াদী ঋণ পরিশোধ, টেক্সটাইল স্পিনিং মিলের ভারসাম্য রক্ষা, যন্ত্রপাতি আধুনিকীকরণ ও পুনঃস্থাপন এবং ব্যবসা সম্প্রসারণে ব্যয় করবে।
 
এ কোম্পানির রাইট শেয়ার ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করেছে ব্যানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
 
এদিকে, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দেওয়া হয়েছে।

১৭ সেপ্টেম্বর বুধবার এই শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।