ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে ঊর্ধ্বমুখী ধারা

ডিএসইর লেনদেন ফের হাজার কোটি টাকার উপরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
ডিএসইর লেনদেন ফের হাজার কোটি টাকার উপরে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। লেনদেনের এক পর্যায় বেলা ১১ টা ৫৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৯১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৪৭ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- মবিল যমুনা, বিএসআরএম স্টিল, পিএলএফএসএল, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো, আরএকে সিরামিকস, অ্যাক্টিভ ফাইন, লাফার্জ সুরমা, আরএসআরএম স্টিল ও পদ্মা অয়েল।

লেনদেন হয়েছে মোট এক হাজার ১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৯৯২ কোটি ৩০ লাখ টাকা।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৭ পয়েন্ট হয়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৯২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৩ পয়েন্টে স্থির হয়।

দুপুর ২টা ৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৯৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫১ পয়েন্টে দাঁড়ায়।

গত বৃহস্পতিবার সূচক বাড়ার পাশাপাশি সাড়ে ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১ হাজার ২৮৮ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। পরবর্তীতে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ও সোমবার সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকার নিচে নেমে যায়।

এর আগে ২০১৩ সালের ৯ জুলাই ডিএসইতে সর্বোচ্চ এক হাজার ২৯৪ কোটি ৬১ লাখ ৫৯ হাজার টাকা লেনদেন হয়।

গত বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৯৬৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা ছিল ১৪ মাসের সর্বোচ্চ লেনদেন।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৮৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৬৪ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২১২ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দাম।

লেনদেন হয় মোট ৭৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময় : ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪/ আপডেটেড : ১২১৪ ঘণ্টা/আপডেটেড : ১৪১৭ ঘণ্টা/আপডেটেড : ১৫৩০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।