ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

শেয়ারবাজার

ঋণমানে দীর্ঘমেয়াদে ‘এ’ জেএমআই সিরিঞ্জ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪
ঋণমানে দীর্ঘমেয়াদে ‘এ’ জেএমআই সিরিঞ্জ

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ ঋণমানে দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এআর-২’ (ঋণ পরিশোধ সক্ষমতায় কোম্পানির অবস্থা ভালো) হিসেবে বিবেচিত হয়েছে।

কোম্পানিটির ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।



২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ ৩৯ কোটি ৬৩ লাখ টাকা।

মোট শেয়ার ১ কোটি ১০ লাখ; যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৬৬ দশমিক ৩৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৫ দশমিক ৩৫ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৮ দশমিক ২৬ শতাংশ।

প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা ও ৫০০টিতে মার্কেট লট।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।