ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

দর বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৪
দর বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদুল আযহার আগে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দর বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মূল্যসূচকও।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একই চিত্র।  

এর আগে ঈদের সময় শেয়ারবাজারে নগদ টাকা উত্তোলণের চাপে নিম্নমুখী প্রবণতা থাকলেও এবার দেখা যাচ্ছে তার বিপরীত চিত্র।

সম্প্রতি ডিএসই ও সিএসইতে টানা নয় কার্যদিবস সূচক বাড়ার পর চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দর সংশোধন হয়েছে। এরপর মঙ্গলবার ও বুধবার ডিএসইতে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেনও হয়েছে বেশ ভালো।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৯৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ২১৯ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫১টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- তিতাস গ্যাস, ডেল্টা লাইফ, পিএলএফএসএল, সিটি ব্যাংক, মবিল যমুনা, স্কয়ার ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট, অ্যাক্টিভ ফাইন, ন্যাশনাল ব্যাংক ও বঙ্গজ লিমিটেড।

লেনদেন হয়েছে মোট ৯৩৭ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ৯৭৭ কোটি ১১ লাখ টাকা।        

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৯৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২২২ পয়েন্ট হয়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৯০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২১৮ পয়েন্ট হয়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৮৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২১৯ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১৫৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮০৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭২ পয়েন্ট কমে ১৩ হাজার ১৯৫ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির দাম।

লেনদেন হয় মোট ৬০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৪৯ কোটি ৯৫ লাখ টাকা।        

বাংলাদেশ সময় : ১১০৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৪/আপডেটেড : ১১৩৭ ঘণ্টা/আপডেটেড : ১৩৪১ ঘণ্টা/আপডেটেড : ১৪৪০ ঘণ্টা/আপডেটেড : ১৪৪২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।