ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

ডেল্টা লাইফকে নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৪
ডেল্টা লাইফকে নোটিশ

ঢাকা: শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ায় বিমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, দর বাড়ার জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।



বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

টানা দুই কার্যদিবস কোম্পানির শেয়ার দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ে। তাই ০১ অক্টোবর দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ডিএসই।

গত এক মাসে এ কোম্পানির শেয়ার ১২২ টাকা ৯০ পয়সা থেকে ১৯৭ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।

বাংলাদেশ সময় : ১২০৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।