ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন উভয়ই কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
সূচক ও লেনদেন উভয়ই কমেছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে।


 
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৯৯৭ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ২৪২ পয়েন্টে স্থির হয়।
 
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ৮৮টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।
 
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ডেসকো, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, মবিল যমুনা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, গ্রামীণফোন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, পেনিনসুলা হোটেল এবং বেক্সিমকো লিমিডেট।
 
লেনদেন হয়েছে মোট ৮১৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ৯৭৫কোটি ২৯ লাখ টাকা।         
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৪৭ পয়েন্ট কমে ৯ হাজার ৯১১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৯১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮০ পয়েন্ট কমে ১৬ হাজার ৩০৯ পয়েন্টে দাঁড়ায়।
 
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।
 
লেনদেন হয় মোট ৫৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।