ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

ফার ইস্ট নিটিংয়ের বোর্ডসভা ২৩ অক্টোবর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
ফার ইস্ট নিটিংয়ের বোর্ডসভা ২৩ অক্টোবর

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত নতুন কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ডসভা ২৩ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

সভায় ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সুপারিশ করবে কোম্পানির পরিচালনা পর্ষদ।



কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির নেট মুনাফা হয়েছে ১৮ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৪ পয়সা।

ফার ইস্ট নিটিংয়ের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। ১১৬ কোটি টাকা পরিশোধিত মূলধনের ১১ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৮০০টি শেয়ার রয়েছে। যার প্রতিটির অভিহিত দর ১০ টাকা এবং ২০০টি শেয়ারে মার্কেট লট।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।