ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

হামিদ ফেব্রিক্সের আইপিও

ব্রোকারেজ হাউজের মাধ্যমে দেড় লাখ লট আবেদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪
ব্রোকারেজ হাউজের মাধ্যমে দেড় লাখ লট আবেদন ছবি : সংগৃহীত

ঢাকা: হামিদ ফেব্রিকস কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মধ্য দিয়ে শুরু হয়েছে আইপিওর নতুন আবেদন পদ্ধতির পাইলট প্রকল্প। আর প্রথম কোম্পানিতে ব্রোকারেজ হাউজগুলোর মাধ্যমে দেড় লাখ লট শেয়ার ক্রয়ের আবেদন করেছেন বিনিয়োগকারীরা।


 
কোম্পানির শেয়ার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
 
ব্রেকারেজ হাউজগুলোর মাধ্যমে ১০৫ কোটি টাকার শেয়ার ক্রয়ের আবেদন জমা পড়েছে। কোম্পানিটি বাজার থেকে ১০৫ কোটি টাকা সংগ্রহ করবে।
 
এছাড়া কোম্পানির আইপিওতে টাকার অংকে চাহিদার সাড়ে ৮ গুণ আবেদন জমা পড়েছে।
 
আইপিও আবেদনকারীদের শেয়ার বরাদ্দ দিতে ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে লটারি অনুষ্ঠিত হবে।
 
জানা যায়, মোট ৮৯১ কোটি টাকার আবেদন জমা পড়েছে। অর্থাৎ আইপিও মূল্যের চেয়ে সাড়ে ৮ গুণ আবেদন জমা পড়েছে।
 
সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচুয়াল ফান্ড কোটায় ৮৪৬ কোটি ১৪ লাখ ৪ হাজার টাকা এবং প্রবাসী কোটায় ৪৫ কোটি ৫০ লাখ টাকার আবেদন জমা পড়ে।
 
কোম্পানিটি শেয়ারবাজারে ৩ কোটি শেয়ার বরাদ্দ দেবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা এবং মার্কেট লট ২০০টি শেয়ারে।
 
এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, আক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।