ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

শেষ মুহূর্তে সূচক ঊর্ধ্বমুখী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
শেষ মুহূর্তে সূচক ঊর্ধ্বমুখী

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ অক্টোবর) লেনদেনের শেষ মুহূর্তে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর সোয়া ২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৪৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২১৩ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- মবিল যমুনা, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, এসিআই ফর্মুলেশন্স, এসপিপিএল, লাফার্জ সুরমা, কাশেম ড্রাইসেল, সামিট পাওয়ার, বেক্সিমকো ও সাইফপাওয়ারটেক।

লেনদেন হয়েছে মোট ৪৪২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৫২৯ কোটি ৪৫ লাখ টাকা।                

এর আগে বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৯২৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ২০৩ পয়েন্ট হয়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৩৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২০৯ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর সোয়া টায় সিএসইর সিএসসিএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৬২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১৩৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৫৯ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

লেনদেন হয় মোট ২৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৩৮ কোটি ৫৬ লাখ টাকা।       

বাংলাদেশ সময় : ১১৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪/আপডেটেড : ১৩৩৮ ঘণ্টা/আপডেটেড : ১৪২৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।