ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাপক দরপতনে সপ্তাহ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪
ব্যাপক দরপতনে সপ্তাহ শুরু

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০২ নভেম্বর) ব্যাপক দরপতন হয়েছে। একই সঙ্গে কমেছে মূল্যসূচক।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৮ পয়েন্ট কমে ৫ হাজার ১০৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩১ পয়েন্ট কমে এক হাজার ৯১৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট কমে এক হাজার ২০৪ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ারটেক, সামিট অ্যালিয়েন্স পোর্ট, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বিইডিএল, তিতাস গ্যাস, কেয়া কসমেটিকস, কেপিসিএল ও এসপিপিসিএল।

লেনদেন হয়েছে মোট ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৭২৪ কোটি ৮৪ লাখ টাকা।                 

এর আগে বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৫ হাজার ১৭১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৯৪২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ২১৮ পয়েন্ট হয়।

দুপুর ১টা ২০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ১৪৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে এক হাজার ৯৩০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ২১৩ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১৫২ পয়েন্ট কমে ৯ হাজার ৫৪৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২০৭ পয়েন্ট কমে ১২ হাজার ৯১৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৫৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৭০৩ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম।

লেনদেন হয় মোট ৭৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময় : ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।