ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে ওঠানামা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
সূচকে ওঠানামা

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৩ নভেম্বর) লেনদেনে মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৫ হাজার ৯৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ৯০৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ২০১ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সামিট অ্যালায়েন্স পোর্ট, সাইফ পাওয়ারটেক, শাহজিবাজার পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, কেপিপিএল, বিডি থাই, কেপিসিএল, কাশেম ড্রাইসেল ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ।

এ সময়ে লেনদেন হয়েছে মোট ৩৭৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৭৩২ কোটি ৫৬ লাখ টাকা।                   

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৫ হাজার ১০২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৯১৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ২০৪ পয়েন্ট হয়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৯১৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে এক হাজার ২০৫ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ০৪ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৩ পয়েন্ট কমে ৯ হাজার ৫২৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৮ পয়েন্ট কমে ১২ হাজার ৮৫৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৬৬২ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

লেনদেন হয় মোট ২৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৭৪ কোটি ১৫ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪/আপডেটেড : ১২০৮ ঘণ্টা/আপডেটেড : ১৩২০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।