ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টপ লুজারে দুলামিয়া কটন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
টপ লুজারে দুলামিয়া কটন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুলামিয়া কটন কোম্পানির শেয়ার সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।

এদিন এ শেয়ার ৩ টাকা ২০ পয়সা বা ২৯ দশমিক ৬৩ শতাংশ দর হারিয়ে সর্বশেষ লেনদেন হয় ৭ টাকা ৬০ পয়সায়।



দিনভর এই শেয়ার ৭ টাকা থেকে ৯ টাকায় লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এ ছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাতের আলহাজ টেক্সটাইল লিমিটেড। এদিন এ শেয়ারের দর ১৯ টাকা ৪০ পয়সা বা ১৫ দশমিক ৩০ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ১০৭ টাকা ৪০ পয়সায়।

দিনভর এ শেয়ার ১০৬ টাকা ৬০ পয়সা থেকে ১১৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।  

এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল অলটেক্স ইন্ডাস্ট্রিজ, চতুর্থ ইমাম বাটন, পঞ্চম বিএসসিসিএল, ষষ্ঠ তুং হাই, সপ্তম জেমিনি সি ফুড, অষ্টম জাহিন টেক্সটাইল, নবম সমতা লেদার এবং দশম স্থানে ছিল আইসিবি ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।
 
বাংলাদেশ সময় : ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।