ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মূল্যসূচকে ওঠানামা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
মূল্যসূচকে ওঠানামা

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ নভেম্বর) মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ২৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৮২০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৫৪ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ওয়েস্টার্ন শিপইয়ার্ড, শাহজিবাজার পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, বিবিএস, বিইডিএল, লাফার্জ সুরমা, ডেসকো, পেনিনসুলা, পদ্মা অয়েল ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

এ সময়ে লেনদেন হয়েছে মোট ৫০৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৮৫৭ কোটি ৭৫ লাখ টাকা।                      

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯২০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ৮০২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ১৪৯ পয়েন্ট হয়।

দুপুর সোয়া ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৩ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ২৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১২ পয়েন্ট কমে ৯ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭১ পয়েন্ট কমে ১২ হাজার ৩৫৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট কমে ১৫ হাজার ২৩৬ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

লেনদেন হয় মোট ৩৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৬৭ কোটি ৬৩ লাখ টাকা।     

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪/আপডেটেড : ১২২৪ ঘণ্টা/আপডেটেড : ১৩৪১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।