ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

সূচক কমলেও লেনদেন বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
সূচক কমলেও লেনদেন বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ নভেম্বর) মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৮৫২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ১৬৬ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ডেসকো, যমুনা অয়েল, ওরিয়ন ইনফিউশন, ওয়েস্টার্ন শিপইয়ার্ড, সাইফ পাওয়ারটেক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, নাভানা সিএনজি, দেশবন্ধু পলিমার, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ।

লেনদেন হয়েছে মোট ৭৫৩ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৬৯৪ কোটি ৫৭ লাখ টাকা।                        

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ০১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৬৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৭ পয়েন্ট হয়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ০৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৬৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৭ পয়েন্ট হয়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৯৮২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৮৫৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১৭০ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১৭ পয়েন্ট কমে ৯ হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫১৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৩১৪ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।

লেনদেন হয় মোট ৫১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৫০ কোটি ২৮ লাখ টাকা।       

বাংলাদেশ সময় : ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।