ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর লেনদেন ৫০০ কোটি টাকার নিচে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
ডিএসইর লেনদেন ৫০০ কোটি টাকার নিচে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ নভেম্বর) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৮১৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ১৪৫ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- যমুনা অয়েল, খান ব্রাদার্স, বিইডিএল, জিএসপি ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, পিএলএফএসএল, বেক্সিমকো ফার্মা, ফার্মা এইডস, কেয়া কসমেটিকস ও সিভিও পেট্রোকেমিক্যাল।

লেনদেন হয়েছে মোট ৪৮৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ৫৭৬ কোটি ৩২ লাখ টাকা।                             

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৬ পয়েন্ট হয়।

বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৮২২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৫২ পয়েন্ট হয়।

দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৯০৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৮১২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ১৪৫ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৫৩ পয়েন্ট কমে ৯ হাজার ২৫৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৫ পয়েন্ট কমে ১২ হাজার ৪০৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৭ পয়েন্ট কমে ১৫ হাজার ১৫০ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

লেনদেন হয় মোট ৩০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ৪৫ কোটি ০৪ লাখ টাকা।            

বাংলাদেশ সময় : ১১১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪/আপডেটেড : ১১৪৫ ঘণ্টা/আপডেটেড : ১২৪৩ ঘণ্টা/আপডেটেড : ১৪৪২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।