ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

কমেছে সূচক, গতি ফেরেনি লেনদেনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
কমেছে সূচক, গতি ফেরেনি লেনদেনে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ নভেম্বর) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭৫৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে এক হাজার ৭৫২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ১০৮ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- আরএন স্পিনিং, কেয়া কসমেটিকস, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা, জিএসপি ফিন্যান্স, ওয়েস্টার্ন মেরিন, মেঘনা সিমেন্ট, কেপিপিএল, খান ব্রাদার্স ও বেক্সিমকো।

লেনদেন হয়েছে মোট ৩১২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৩৪৭ কোটি ০৩ লাখ টাকা।                                

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৭ পয়েন্টে হয়।

দুপুর সোয়া ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮০০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৭৬৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে এক হাজার ১১৯ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৮৮ পয়েন্ট কমে ৮ হাজার ৯৪৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৯ পয়েন্ট কমে ১২ হাজার ১০১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৪০ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৬১ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।

লেনদেন হয় মোট ২৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২৭ কোটি ৯৪ লাখ টাকা।               

বাংলাদেশ সময় : ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।