ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

জাহিন স্পিনিংয়ের আইপিও আবেদন শুরু ২৮ ডিসেম্বর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
জাহিন স্পিনিংয়ের আইপিও আবেদন শুরু ২৮ ডিসেম্বর

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া জাহিন স্পিনিং লিমিটেডের চাঁদা গ্রহণ শুরু হবে রোববার (২৮ ডিসেম্বর’২০১৪) থেকে। চলবে ৪ জানুয়ারি’২০১৫ পর্যন্ত।



তবে প্রবাসী বিনিয়োগকারীরা এ সুযোগ পাবেন ১৩ জানুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১২ টাকা ৫৯ পয়সা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

এর আগে বিএসইসির ৫৩০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।